আজ
|| ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ভাড়াটিয়া দিয়ে মানববন্ধন!
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫
রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর উত্তরা প্রেসক্লাবের সামনে বিসিএস পার্ক ১৭ নামে একটি রিয়েল এ্যাস্টেট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন করেছে আরেকটি রিয়েল এস্টেট কোম্পানি, মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র তিন চার জন, পর্যাপ্ত ভুক্তভোগী না থাকায় শতাধিক ভাড়াটিয়া লোক দিয়ে মানববন্ধন সম্পন্ন করেছে কোম্পানিটি। আজ ১৮ই মার্চ বিকেলে উত্তরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি দুপুর দুইটায় আরম্ভ হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত ভুক্তভোগী না থাকায় নির্দিষ্ট সময়ে মানববন্ধন শুরু করতে পারেনি। পরে কিছু ছাত্র ও আসেপাশেে লোককে ভাড়া করে এনে বিকেল চার টায় মানববন্ধন শুরু করে।
এছাড়া মানববন্ধন আয়োজনকারী রিয়েল এস্টেট কোম্পানির আনিত অভিযোগের ব্যাপক অসামাজ্যতা রয়েছে। অভিযোগে বলা হয় বিসিএসদের প্রতিষ্ঠান পার্ক- ১৭ তাদের একশ পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে, পার্ক ১৭-এর দাবি এখানে কোন রাস্তাই নেই, বরং তারা পার্ক ১৭ এর জমিতে জোরপূর্বক রাস্তা চায়, বিনামূল্যে তাদের রাস্তা না দেয়ায় তারা জমিটির দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিসিএসদের প্রতিষ্ঠান পার্ক ১৭ কর্তৃপক্ষ ।
Copyright © 2025 Swadesh TV. All rights reserved.