ঢাকাস্থ লাখাই উপজেলা
উলামা পরিষদের আত্মপ্রকাশ
# নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ঢাকাস্থ লাখাই উপজেলা উলামা পরিষদ’। গতকাল বুধবার রাজধানীর পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের হলরুমে এক আলোচনা সভা শেষে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হামিদুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জুনাইদ আহমদ নিয়াজী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি আমিন ইকবাল। কমিটিতে ৩১ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ৫ জন আলেম।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ লাখাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মো. শামসুল ইসলাম, ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সদস্যসচিব শিপার মাহমুদ ও বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম প্রমুখ।