আজ
|| ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের গোলটেবিল বৈঠক
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৫
# ‘লাখাইয়ের উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা।
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘লাখাইয়ের উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠক।
শনিবার (২৪ মে) সংগঠনটির আহ্বায়ক আমিন ইকবালের সভাপতিত্বে ও সদস্যসচিব শিপার মাহমুদের সঞ্চালনায় বৈঠকে লাখাইয়ের সার্বিক উন্নয়ন ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কালাউক উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন– লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. শামসুল ইসলাম, ঢাকাস্থ লাখাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম মঞ্জুরুল আহসান, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. জুনাঈদ, লাখাই সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মো. জহিরুল হক, মুড়িয়াউক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলাউদ্দিন।
আলোচনা অংশ নেন— বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম তালুকদার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মো. শহীদুল্লাহ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন। লাখাই উপজেলা বাসাসের সভাপতি মো. তোফাজ্জুল হক।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন– লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাসেম, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. আলী নোয়াজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, সাংবাদিক মাঈনুদ্দীন, নাজিম উদ্দীন রানা ও পারভেজ হাসান।
এছাড়াও আলোচনায় অংশ নেন, ঢাকাস্থ লাখাই উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল কাদির, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. নাজমুল হক কামাল, মারুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম বাহার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র সূত্রধর এবং ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. মিসবাহ উদ্দিন সালমান প্রমুখ।
আলোচনায় বক্তারা উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক জবাবদিহি, সুতাং নদী রক্ষা, রাজনৈতিক সম্প্রীতি ও বিশেষ করে দাঙ্গামুক্ত লাখাই বিনির্মাণে গঠনমূলক আলোচনা এবং সমস্যা নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
Copyright © 2025 Swadesh TV. All rights reserved.