• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
Headline
টঙ্গীতে মাদকের স্বর্গরাজ্য ‘হোটেল জাভান’-এ সাংবাদিকের ওপর হামলা তারুণ্যের প্রতীক শুভর গণজোয়ারে মুখর জামালপুর-৩ “বিভিন্ন মিডিয়ায় চাঁদাবাজির খবর প্রকাশের পর গ্রেফতার হন কথিত সমন্বয়ক আকাশ — পুরোনো ছবি ফেসবুকে পোস্ট দিয়ে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধের চেষ্টা” ইন্তিফাদা বাংলাদেশ’র সংবাদ সম্মেলন বিচ্ছিন্নতাবাদ ও বিদেশি প্রভাব রুখতে ৬ আহ্বান উত্তরা এলাকায় ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল সেজে প্রতারণা, সেনাবাহিনীর অভিযানে লুৎফর আটক গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক শাকিবুল হাসানের বাবা-মায়ের কুলখানি অনুষ্ঠিত ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের গোলটেবিল বৈঠক রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সাবইন্সপেক্টর নির্বাচিত ঈশ্বরদীর শরিফুজ্জামান ঢাকাস্থ লাখাই উপজেলা উলামা পরিষদের আত্মপ্রকাশ # নতুন কমিটি ঘোষণা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

উত্তরা প্রতিনিধি:
গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে উত্তরা প্রেসক্লাব। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।

এদিন সকাল সাড়ে ১০টায় উত্তরার ঐতিহাসিক বিএনএস সেন্টারের সামনে উত্তরায় বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উত্তরা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন—সংগঠনের সভাপতি ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দৈনিক খোলা কাগজের সিটি রিপোর্টার মাহফুজুল আলম খোকন, টাফ রিপোর্টার শিপার মাহমুদ, ভিন্নমাত্রার প্রকাশক মাসুম বিল্লাহ, দৈনিক ইত্তেফাকের উত্তরা প্রতিবেদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, কালের কণ্ঠের সিনিয়র মাল্টিমিডিয়া সাংবাদিক মোঃ আল আমিন,এশিয়ান টেলিভিশনের উত্তরা প্রতিবেদক ফরিদ আহমেদ নয়ন, নারী সম্পাদক ও মাই টিভির উত্তরা প্রতিবেদক মাহমুদা আক্তার পুষণ , সিনিয়র সাংবাদিক এস এম মনির হোসেন জীবন, একুশে টেলিভিশনের প্রতিবেদক মো. ইমন, দৈনিক যুগান্তরের পূর্ব থানা প্রতিবেদক এ্যাডভোকেট আরিফ হোসেন চৌধুরী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিবেদক রবিউল আলম রাজুসহ উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

দুপুর ১টায় মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা