আজ
|| ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
উত্তরা এলাকায় ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল সেজে প্রতারণা, সেনাবাহিনীর অভিযানে লুৎফর আটক
প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২৫
রাজধানীর উত্তরা এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালানো মোঃ লুৎফর রহমানকে আটক করেছে উত্তরা আর্মি ক্যাম্প। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকালে আব্দুল্লাহপুর সুইচগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, লুৎফর নিজেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে স্থানীয় বাজারে চাপ সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং বিভিন্ন ব্যক্তির সমস্যা সমাধানের নামে অর্থ সংগ্রহ করতেন। জালিয়াতিমূলক এসব কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে আটক করা হয়।
তদন্তে জানা যায়, লুৎফর রহমান দীর্ঘদিন কুয়েতে প্রবাস জীবন কাটিয়েছেন। সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে মেকানিক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করার সময় কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে রিপেয়ার ও মেইনটেন্যান্স কার্যক্রমে যুক্ত ছিলেন। সে সময়ে কুয়েত সশস্ত্র বাহিনী থেকে প্রাপ্ত পরিচয়পত্র ব্যবহার করে তিনি দেশে ফিরে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দেন।
আটককৃত লুৎফরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও প্রতারণামূলক কর্মকাণ্ড দমন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Swadesh TV. All rights reserved.