আজ
|| ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
তারুণ্যের প্রতীক শুভর গণজোয়ারে মুখর জামালপুর-৩
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৫
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) আসনের রাজনৈতিক অঙ্গন। ইতোমধ্যেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজকর্মী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ দিনরাত দ্বারে দ্বারে ঘুরে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, গ্রাম ও ওয়ার্ডে ছুটে যাচ্ছেন শুভ। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন, জানছেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা। তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা লক্ষ করা যাচ্ছে। 'তারুণ্যের প্রতীক' হিসেবে পরিচিতি পাওয়া এই নেতা স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষার প্রসার ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।
জনগণের সাথে কথা বলার সময় শুভ বলেন, “আমি রাজনীতি করি জনগণের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে। জামালপুর-৩ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ সমর্থন করেন, তাহলে এই আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শুভর প্রতি ব্যাপক আশাবাদ ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বলছেন, “শুভ একজন পরিচ্ছন্ন তরুণ নেতা। দলে তাঁর গ্রহণযোগ্যতা যেমন আছে, তেমনি সাধারণ মানুষের কাছেও তিনি জনপ্রিয়।”
তিনি বৃহস্পতিবার জামালপুর ৩ মাদারগঞ্জ ও মেলান্দহ ভোটার ঢাকায় কর্মজীবী মানুষের দ্বারে দ্বার গিয়ে দোয়া ও আশীর্বাদ নিয়েছেন । মাদারগঞ্জ ও মেলান্দহ লোকজনের কাছে অনেক সাড়া পেয়েছেন।
আগামী জাতীয় নির্বাচনে জামালপুর-৩ আসনটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে এখানে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বাড়ছে।
বিএনপির মনোনয়ন পেলে মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ কি পারবেন এই আসনটি পুনরুদ্ধার করতে? এখন শুধু সময়ের অপেক্ষা।
Copyright © 2025 Swadesh TV. All rights reserved.