আজ
|| ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টঙ্গীতে মাদকের স্বর্গরাজ্য ‘হোটেল জাভান’-এ সাংবাদিকের ওপর হামলা
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৫
গাজীপুর টঙ্গীতে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হোটেল ‘জাভান’-এ পুলিশি অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কালেরকণ্ঠ ডিজিটাল–এর সাংবাদিক আল-আমিন হোসেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হোটেলটির পালিত সন্ত্রাসীরা তার ওপর এই নৃশংস হামলা চালায়। ঘটনাকালে সাংবাদিক আল-আমিন কালেরকণ্ঠ’র ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি লাইভে যুক্ত ছিলেন।
হামলার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সংগঠনগুলো গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
উত্তরা প্রেসক্লাবের এক বিবৃতিতে সাংবাদিক আল-আমিনের ওপর ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
ঢাকায় কর্মরত সাংবাদিকরাও এক যৌথ বিবৃতিতে বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”
তারা দ্রুত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান।
Copyright © 2025 Swadesh TV. All rights reserved.