আজ
|| ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
বিজয় টিভির উত্তরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ জাহাঙ্গীর কবির
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৫
বিজয় টিভির উত্তরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ জাহাঙ্গীর কবির
উত্তরা প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বিজয় টেলিভিশনের উত্তরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর কবির। রোববার বিজয় টিভির প্রধান কার্যালয় থেকে তাকে প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র ও সরঞ্জাম হস্তান্তর করা হয়।
মুহাম্মদ জাহাঙ্গীর কবির দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক ইত্তেফাক-এর উত্তরা প্রতিনিধি হিসেবে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উত্তরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বশীলতার সাথেও পরিচিত। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি এখন থেকে দৈনিক ইত্তেফাক ও বিজয় টেলিভিশন— উভয় প্রতিষ্ঠানের উত্তরা প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
তার এই নতুন পদপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন উত্তরা প্রেস ক্লাবের সভাপতি এবং বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি উত্তরার সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে পেশাদারিত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
নিজের প্রতিক্রিয়ায় মুহাম্মদ জাহাঙ্গীর কবির সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া আমার অনুপ্রেরণা। সামনে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”
Copyright © 2026 Swadesh TV. All rights reserved.