গাজীপুর টঙ্গীতে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হোটেল ‘জাভান’-এ পুলিশি অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কালেরকণ্ঠ ডিজিটাল–এর সাংবাদিক আল-আমিন হোসেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হোটেলটির পালিত সন্ত্রাসীরা তার ওপর এই নৃশংস হামলা চালায়। ঘটনাকালে সাংবাদিক আল-আমিন কালেরকণ্ঠ’র ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি লাইভে যুক্ত ছিলেন।
হামলার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সংগঠনগুলো গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
উত্তরা প্রেসক্লাবের এক বিবৃতিতে সাংবাদিক আল-আমিনের ওপর ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
ঢাকায় কর্মরত সাংবাদিকরাও এক যৌথ বিবৃতিতে বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”
তারা দ্রুত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান।