• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
বিজয় টিভির উত্তরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ জাহাঙ্গীর কবির টঙ্গীতে মাদকের স্বর্গরাজ্য ‘হোটেল জাভান’-এ সাংবাদিকের ওপর হামলা তারুণ্যের প্রতীক শুভর গণজোয়ারে মুখর জামালপুর-৩ “বিভিন্ন মিডিয়ায় চাঁদাবাজির খবর প্রকাশের পর গ্রেফতার হন কথিত সমন্বয়ক আকাশ — পুরোনো ছবি ফেসবুকে পোস্ট দিয়ে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধের চেষ্টা” ইন্তিফাদা বাংলাদেশ’র সংবাদ সম্মেলন বিচ্ছিন্নতাবাদ ও বিদেশি প্রভাব রুখতে ৬ আহ্বান উত্তরা এলাকায় ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল সেজে প্রতারণা, সেনাবাহিনীর অভিযানে লুৎফর আটক গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক শাকিবুল হাসানের বাবা-মায়ের কুলখানি অনুষ্ঠিত ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের গোলটেবিল বৈঠক রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সাবইন্সপেক্টর নির্বাচিত ঈশ্বরদীর শরিফুজ্জামান

বিজয় টিভির উত্তরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ জাহাঙ্গীর কবির

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিজয় টিভির উত্তরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ জাহাঙ্গীর কবির
উত্তরা প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: বিজয় টেলিভিশনের উত্তরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর কবির। রোববার বিজয় টিভির প্রধান কার্যালয় থেকে তাকে প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র ও সরঞ্জাম হস্তান্তর করা হয়।

মুহাম্মদ জাহাঙ্গীর কবির দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক ইত্তেফাক-এর উত্তরা প্রতিনিধি হিসেবে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উত্তরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বশীলতার সাথেও পরিচিত। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি এখন থেকে দৈনিক ইত্তেফাক ও বিজয় টেলিভিশন— উভয় প্রতিষ্ঠানের উত্তরা প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

তার এই নতুন পদপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন উত্তরা প্রেস ক্লাবের সভাপতি এবং বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি উত্তরার সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে পেশাদারিত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

নিজের প্রতিক্রিয়ায় মুহাম্মদ জাহাঙ্গীর কবির সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া আমার অনুপ্রেরণা। সামনে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা